সোমবার, ১৫ মে, ২০২৩ ০০:০০ টা

ক্যাম্পাস সেজেছে বাহারি ফুলে

প্রতিদিন ডেস্ক

ক্যাম্পাস সেজেছে বাহারি ফুলে

প্রকৃতিতে যখন গ্রীষ্মের তীব্র  দাবদাহ, মৃদু হাওয়ায় শুকনো পাতা উড়ছে, বট-কড়ই আর কৃষ্ণচূড়াসহ নানান গাছে গাছে নব পল্লবের জোয়ার- তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুগ্ধতা ছড়াচ্ছে নানা জাতের বাহারি ফুল।

আমাদের জাবি প্রতিনিধি রুবেল হোসাইন জানান, গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের ফলে জনজীবন যেখানে বিপর্যস্ত হয়ে উঠছে, সে সময় বাহারি ফুলে সেজেছে গোটা জাবি ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশের পর রাস্তার দুই ধারে চোখে পড়ছে কৃষ্ণচূড়া, জারুল, সোনালু, কনকচূড়া, রাধাচূড়াসহ বাহারি রঙের ফুল। এ ছাড়া, মুক্তমঞ্চ, টিএসসি, মুরাদ চত্বর, মুন্নী সরণি, চৌরঙ্গী, শান্তিনিকেতন, বেগম খালেদা জিয়া হল ও শেখ হাসিনা হলের সামনের সড়কসহ ক্যাম্পাসের প্রায় প্রতিটি জায়গায় আনাচে-কানাচে উঁকি দিচ্ছে হরেক রকমের ফুল। কোনো ফুল শ্বেত, কোনোটা যেন রক্তমাখা, আবার কোনোটা গাঢ় হলুদ। কোথাও মৌমাছি, কোথাও ভ্রমর বাসা বেঁধেছে। আবার কোথাও কোকিলের মন মাতানো ‘কুহু কুহু’ সুর। এসব বাহারি ফুলের একটুখানি নিবিড় ছোঁয়া পেতে ইট-পাথরের কৃত্রিম শহর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ছুটে আসছেন শত শত দর্শনার্থী।

ইবি প্রতিনিধি রাকিব হোসেন জানান, ইবি ক্যাম্পাসের প্রকৃতিকে নয়নাভিরাম রূপে সাজাতে ও শোভা বর্ধনে সোনালু গাছ সারিবদ্ধভাবে ছায়া দিয়ে রেখেছে ডায়না চত্বরজুড়ে। দাবদাহে ক্লাস-পরীক্ষা অবসর সময়ে এবং প্রতিদিনের শেষ বেলায় একটু প্রশান্তি পেতে আড্ডা আর খুনসুটিতে মেতে উঠছেন শিক্ষার্থীরা। ফুলের দৃষ্টিনন্দন রূপ দারুণভাবে মোহিত করছে নিসর্গপ্রেমী শিক্ষার্থীদের।

বাংলা বিভাগের শিক্ষার্থী আবদুল আলিম বলেন, ‘সবুজে ঘেরা ক্যাম্পাসে সোনালু ফুল আমাদের মুগ্ধ করে। প্রচন্ড গরমে ক্লাসের ফাঁকে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে থাকি। এ ছাড়া সোনালু ফুলের কারণে আড্ডার আদর্শ জায়গা হিসেবে বেছে নিয়েছেন শিক্ষার্থী ও দর্শনার্থীরা।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর