বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

রাজধানীতে দুর্ঘটনায় তিনজন নিহত ট্রেনের ধাক্কায় প্রাণ গেল হাতির

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে বাড্ডায় ট্রাকের চাকায় পিষ্ট হয়েছেন একজন শ্রমিক, মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মারা যান আরেকজন শ্রমিক এবং জুরাইনে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে এক মাদরাসা ছাত্রের। এদিকে উত্তরায় ট্রেনের ধাক্কায় রেললাইন দিয়ে যাওয়ার সময় একটি হাতির মৃত্যু হয়েছে। ঢামেক সূত্র জানায়, গতকাল সকাল ৬টায় পূর্ব বাড্ডা কৃষি ব্যাংক রোড ৬০ ফিটে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হন ইয়াদ আলী (৩০) নামের একজন শ্রমিক। পাথরভর্তি একটি দ্রুতগামী ট্রাকের ওপরে ছিলেন ওই শ্রমিক। হঠাৎ অসাবধান হয়ে নিচে পড়ে গেলে ট্রাকটির চাপায় তিনি পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। ইয়াদ আলী শেরপুরের শ্রীবরদী উপজেলার হালগড়া গ্রামের সুমেজ আলীর ছেলে। থাকতেন উত্তরার পশ্চিম আবদুল্লাহপুরে। মিরপুরের মণিপুর ৬০ ফিটের বড়বাগে নির্মাণাধীন ভবনের সাততলায় পিলারের কাজ করার সময় নিচে পড়ে গুরুতর আহত হন ওহেদ আলী (২০)। তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উছাবদি গ্রামের নুরুজ্জামানের ছেলে। নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন। এ ছাড়া গতকাল সকালে জুরাইন পোস্তগোলা বালুর মাঠ এলাকার জামিয়া এরাবিয়া মাদরাসায় টিনের চাল থেকে ২০ টাকা তুলে আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় মাদরাসা ছাত্র। তার নাম লতিফুর রহমান (১৮)। সে শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার মুজিবুর রহমানের ছেলে। এদিকে গতকাল দুপুরে উত্তরায় ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়েছে। ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির এসআই আলী আকবর বলেন, উত্তরা কোটবাড়ী রেল গেট এলাকায় রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায় হাতিটি। সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়ে মৃত হাতিটিকে আমরা পেয়েছি। যিনি নিয়ে যাচ্ছিলেন (মাউথ) তাকে পাইনি। তার খোঁজ করা হচ্ছে। জানা গেছে, ঘটনাস্থলে মৃত হাতি দেখতে শত শত লোক ভিড় করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর