সোমবার, ২২ মে, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সিদ্ধান্ত গ্রহণের ধীরগতিতে দুর্ভোগের শিকার সেবাগ্রহীতা : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, শুধু সরবরাহ নয়, আমাদের সিদ্ধান্ত গ্রহণে ধীরগতির কারণেও অনেক দুর্ভোগের শিকার হচ্ছেন সেবাগ্রহীতারা। আমাদের প্রযুক্তি আরও উন্নত ও আধুনিক হতে হবে। গতকাল হাইড্রোকার্বন ইউনিট আয়োজিত বাংলাদেশের স্মার্ট জ্বালানি পরিকল্পনা শীর্ষক এক ভার্চুয়াল সেমিনারে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, কীভাবে উন্নত সেবা দেওয়া যায় আমরা সেই কাজ শুরু করেছি। আমি যদি ঢাকা-চট্টগ্রাম পাইপলাইনের কথা বলি, পাইপলাইনটি চালু হলে তেল পাবলিকের কাছে দ্রুত পৌঁছাতে পারব। অনুষ্ঠানে হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক তাহমিনা ইয়াসমিনের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক এ বি এম আলীম আল ইসলাম। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবীরসহ বিভিন্ন দফতর ও সংস্থার প্রধানরা এতে বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর