জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ছাত্রী। অভিযুক্ত হাসান মো. মুবাশ্বির ফাহিম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে ভুক্তভোগীও অর্থনীতি বিভাগের একই বর্ষের ছাত্রী।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল বিকালে ভুক্তভোগী তার ইন্সটাগ্রাম এবং ফেসবুকে একটি স্টোরি শেয়ার করেন। স্টোরিতে একটি লিঙ্ক দেওয়া ছিল, যেটিতে ক্লিক করে পরিচয় গোপন রেখে মেসেজ পাঠানোর সুযোগ থাকে। তবে অভিযুক্ত ফাহিম পরিচয় গোপন না করে ওই স্টোরিতে একটি মেসেজ দেয়। যা যৌন ইঙ্গিতপূর্ণ ও অপমানজনক ছিল বলে দাবি ভুক্তভোগীর।
সহপাঠীর কাছ থেকে এ রকম হেনস্তাকর মন্তব্যের কারণে ওই ছাত্রী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। এ বিষয়ে অভিযুক্ত ফাহিম বলেন, আমি তো দোষ স্বীকার করে তখন মাফ চেয়েছি। তার পরও কেন অভিযোগ দিল বুঝতেছি না।এ ঘটনায় শিগগিরই তদন্তের কাজ শুরু হবে বলে জানিয়েছেন যৌন নিপীড়নবিরোধী সেলের প্রধান অধ্যাপক জেবউন্নেসা।