বুধবার, ২৪ মে, ২০২৩ ০০:০০ টা
সংবাদ সম্মেলন

খুলনায় পুলিশের বিরুদ্ধে মামলা করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় সমাবেশে হামলা, গুলি ও টিয়ার শেল নিক্ষেপের ঘটনায় মামলার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গতকাল কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা বলেন, ১৯ মে সমাবেশ করার জন্য আমরা চারটি স্থানের নাম জানিয়ে পুলিশকে চিঠি দিই। ওই দিন খুলনা প্রেস ক্লাবে সোনাডাঙ্গা থানা বিএনপির কর্মিসভা ছিল। পুলিশ প্রেস ক্লাবে আমাদের কর্মসূচি পালন করতে বলেছিল। কিন্তু প্রেস ক্লাবের সামনে সমাবেশ শুরু করলে পুলিশ বিনা উসকানিতে হামলা, শটগানের গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় আমাদের ৩ শতাধিক নেতা-কর্মী আহত হন। এর মধ্যে অনেক নেতা-কর্মী গুলিবিদ্ধ হন। শান্তিপূর্ণ সমাবেশে এ ধরনের হামলা, গুলিবর্ষণের বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। সংবাদ সম্মেলনে মনা বলেন, আইনজীবীদের সঙ্গে কথা বলেছি। দ্রুতই এ বিষয়ে আদালতে আমরা মামলা দায়ের করব।

এদিকে বিএনপি নেতারা জানান, দিঘলিয়ার যুবদল নেতা সোহেল রানা ১৮ মে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। ১৯ মে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় ১৯ মে’র মামলায় তাকে আসামি করা হয়। এর আগে ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আফসার মাস্টারকে কারাগারে থাকা অবস্থায় মামলার আসামি করা হয়।

শফিকুল আলম মনা বলেন, ১০ দফা দাবিতে আমাদের কর্মসূচি বানচাল করতে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। পুলিশ প্রতিদিন বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে অভিযান চালাচ্ছে। হামলা-মামলা ভয়ভীতি দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, বিএনপি নেতা স ম আবদুর রহমান, শের আলম শান্টু, আবুল কালাম জিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর