শিরোনাম
বুধবার, ২৪ মে, ২০২৩ ০০:০০ টা

বাজেটে ওয়াশ খাতের বরাদ্দে বৈষম্য নিরসন জরুরি

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) খাতের বরাদ্দে আঞ্চলিক অসমতা হ্রাস ও বৈষম্য নিরসন জরুরি বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্ট অংশীজনরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ওয়াটারএইড, পিপিআরসি, ইউনিসেফ, ফানসা, বাউইন, এফএসএম নেটওয়ার্ক, স্যানিটেশন অ্যান্ড ওয়াটার ফর অল, অ্যান্ড ওয়াটার পোভার্টি, ওয়াশ অ্যালায়েন্স ইন্টারন্যাশনাল এবং এমএইচএম প্ল্যাটফরমের প্রতিনিধিরা এ কথা জানান। সংবাদ সম্মেলনে ওয়াশ খাত সংশ্লিষ্ট অংশীজনদের পক্ষ থেকে বিশিষ্ট অর্থনীতিবিদ এবং পিপিআরসি চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, ওয়াটারএইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, পরিসংখ্যান ব্যুরোর সাবেক মহাপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদ বক্তব্য রাখেন।

 সংবাদ সম্মেলনে পিপিআরসি চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেন, আসন্ন অর্থবছরের জন্য ওয়াশ খাতের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দের ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য নিরসন এবং সংশ্লিষ্ট সম্প্রদায়ের সম্পৃক্ততাকে অগ্রাধিকার দেওয়া জরুরি। চর, হাওর ও পাহাড়ি অঞ্চলসহ জলবায়ুগত ঝুঁকির আওতাধীন সুবিধাবঞ্চিত এলাকা এবং আন্তনগর বৈষম্য দুটি বিষয়ে আঞ্চলিক বৈষম্য নিরসনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। ওয়াটারএইডের সহযোগিতায় পিপিআরসি পরিচালিত ওয়াশ খাতে বাজেট বরাদ্দবিষয়ক প্রাপ্ত গবেষণা ফল থেকে দেখা যায়, ওয়াশ খাতে এডিপি বরাদ্দ ঊর্ধ্বমুখী হলেও পূর্ববর্তী অর্থবছরের তুলনায় এই আনুপাতিক বৃদ্ধিহার (৫.৪৪%) সামগ্রিক বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বৃদ্ধির হারের (৭.৪%) তুলনায় কম। সংবাদ সম্মেলনে ওয়াশ বরাদ্দে আন্তনগর বৈষম্যের ফলে বিদ্যমান সমস্যার বিষয়টি তুলে ধরা হয় এবং ২০২৩-২৪ এডিপি বরাদ্দে আরও যৌক্তিক এবং ন্যায়সংগত তহবিল বণ্টনের প্রস্তাব করা হয়। সংবাদ সম্মেলন শেষে এডিপি বরাদ্দের ক্ষেত্রে বেশ কয়েকটি প্রস্তাব তুলে ধরা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর