শিরোনাম
বুধবার, ২৪ মে, ২০২৩ ০০:০০ টা

গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষার ফল গতকাল রাতে প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাসের হার ৫৬.৩২ শতাংশ। গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) লগইন করে ভর্তিচ্ছুরা নিজেদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে ফল দেখতে পারবেন। গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটি সূত্রে জানা যায়, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৯৪ হাজার ৬৪১ জন। উত্তীর্ণ হয়েছেন ৫৩ হাজার ২৯৬ জন । সর্বোচ্চ নম্বর ৯৩.২৫ পেয়ে প্রথম হয়েছেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সিসরাত জাহান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেন। গত ২০ মে গুচ্ছভুক্ত ‘বি ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর