শুক্রবার, ২৬ মে, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে আমরাই শাস্তি দেব : পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কেউ বাধা দিলে আমেরিকা কেন, আমরাই দেশের প্রচলিত আইনে তাকে শাস্তি দেব। আমেরিকা তো আমাদের শাস্তি দিতে পারবে না। প্রতিটি রাষ্ট্রই সার্বভৌম ও তার অবস্থান থেকে স্বাধীন। তাদের নিজ নিজ সংবিধান আছে। বাংলাদেশও স্বাধীন একটি দেশ। আমরা আমাদের স্বার্থের কথা বিবেচনায় রেখে কাজ করব। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো বিবাদ নেই। তাদের কাজ তারা তাদের মতো করবে, আমরা আমাদের মতো কাজ করে যাব। গতকাল সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জে এক মতবিনিময় কর্মশালায় মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভিসা দেবে কি না, সেটা তাদের বিষয়। তারা যদি আমাদের ভিসা না দেয় তাহলে আমাদের কী করার আছে? এটা কোনো ভয় বা সংশয়ের বিষয় নয়। নিত্যপ্রয়োজনীয় পণ্য হিসেবে পিঁয়াজ খুবই প্রয়োজন। এর দাম বাড়ছে। এটা দুঃখজনক। আর পিঁয়াজের দাম বাড়তে দেওয়া যাবে না। পিঁয়াজের সিন্ডিকেট থাকলে তা খতিয়ে দেখব।

সাধারণ ভোক্তাদেরও সঞ্চয়ী হতে হবে। দেশ আইন ও সংবিধানের নিয়মে চলে, নির্বাচন বাধাগ্রস্ত করা গণতন্ত্রের কাজ নয়।

জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পানি উন্নয়ন বোর্ড পূর্ব রিজিয়নের মহাপরিচালক এস এম শহিদুল ইসলাম, সিলেট উত্তর-পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার প্রমুখ।

বিকালে শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও খালপাড় গ্রামে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পরিকল্পনামন্ত্রী। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, জেলা শ্রমিক লীগ সভাপতি মো. সেলিম আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর