শুক্রবার, ২৬ মে, ২০২৩ ০০:০০ টা

সমাবেশ ঘিরে উত্তপ্ত যশোর

গণগ্রেফতারের অভিযোগ বিএনপির, প্রতিহতের ঘোষণা আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক, যশোর

সমাবেশ ঘিরে উত্তপ্ত যশোর

আগামীকাল যশোরে বিএনপির যে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি রয়েছে, তা নিয়ে শহরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিএনপির এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তৃতা দেওয়ার কথা থাকলেও করোনায় আক্রান্ত হওয়ায় তিনি আসতে পারছেন না। তাঁর পরিবর্তে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিষয়টি নিশ্চিত করেছেন দলের কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এদিকে বিএনপিকে সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে যশোর আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বুধবার দলীয় কার্যালয়ে এক সভায় বিএনপি নেতা-কর্মীদের প্রতিহত করতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন। শাহীন চাকলাদার বলেন, যারা দেশের উন্নয়ন চায় না, সেসব অগ্নিসন্ত্রাসীর সমাবেশ করার কোনো অধিকার এ দেশে নেই। বিএনপি যদি সমাবেশ করতে ঘর থেকে এক পা-ও বের হয় তাদের যে কোনো মূল্যে প্রতিহত করার জন্য জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, শহর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সব সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি। সভাপতি শহিদুল ইসলাম বলেন, বিএনপির এত সাহস, আওয়ামী লীগের সভানেত্রীকে হত্যার হুমকি দেয়! যশোরে বিএনপি আর কোনো প্রোগ্রাম করতে পারবে না। বিএনপির সমাবেশের এক দিন আগে শুক্রবার যশোর টাউন হল মাঠে সমাবেশের ডাক দিয়েছে জেলা আওয়ামী লীগ। জেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক সাবু অভিযোগ করেন, ‘সমাবেশ করার জন্য টাউন হল মাঠটি আমরা আগে চেয়েছিলাম। কিন্তু আমাদের না দিয়ে মাঠটি সম্মিলিত পেশাজীবী শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদকে দেওয়া হয়েছে।’

এদিকে দলের কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘শান্তিপূর্ণভাবে সভাসমাবেশ করা আমাদের গণতান্ত্রিক অধিকার।’ গতকাল দুপুরে যশোর প্রেস ক্লাবে জেলা বিএনপি এক প্রেস ব্রিফিংয়ে জেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, যশোরে বিএনপির সমাবেশ কর্মসূচি ঘোষণার পর দলীয় নেতা-কর্মীদের গণহারে গ্রেফতার করা হচ্ছে। সমাবেশে লোকসমাগম কমাতে, সমাবেশকে ছোট করে দেখাতেই এসব করা হচ্ছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, ২৭ তারিখে যশোরে সমাবেশ হবেই। এদিকে গতকাল  বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত নিশ্চিত করেছেন, শহরের ভোলা ট্যাংক সড়কে ২৭ তারিখে সমাবেশ করার জন্য প্রশাসন অনুমতি দিয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর