শনিবার, ২৭ মে, ২০২৩ ০০:০০ টা

সৌদি আরবে পৌঁছেছেন ১৫ হাজার ২৯ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১৫ হাজার ২৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। গতকাল হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।

সূত্রে আরও জানা গেছে, সৌদিতে পৌঁছানো ১৫ হাজার ২৯ জন হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৪ হাজার ৪৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ৪৬৫ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের নেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে প্রশাসনিক দলের সদস্য ছাড়াও চিকিৎসক এবং আইটি দলের নেতাসহ অপরাপর সদস্য উপস্থিত ছিলেন। পবিত্র হজের প্রথম ফ্লাইট বাংলাদেশ থেকে ছেড়ে যায় গত ২০ মে দিবাগত রাতে। চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরবে হজ পালনের অনুমতি পেয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস হজযাত্রীদের ৫০ শতাংশ অর্থাৎ ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে। বাকি ৫০ শতাংশ সৌদি এয়ারলাইনস বহন করবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের শেষ ফ্লাইট ২২ জুন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর