বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, বিজিবি ও বিএসএফের (ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স) মধ্যে যে সম্পর্ক রয়েছে তা আগের যে কোনো সময়ের চেয়ে খুবই ভালো। গতকাল দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন (রংপুর) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম, বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর ও জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, আমরা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি। দুই দেশের জন্যই আমরা কাজ করছি। আমরা আমাদের দেশের জন্য কাজ করছি তারা তাদের দেশের জন্য কাজ করছে। আমরা সমঝোতার মাধ্যমে সবাই একসঙ্গে সীমান্তের বিভিন্ন সমস্যা থাকলে আলোচনা করি। আলোচনার মাধ্যমেই সীমান্তের অনেক সমস্যার সমাধান করতে পারছি। তিনি আরও বলেন, হিলি আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা স্থাপনা। এখানে সীমান্ত ইমিগ্রেশন ও স্থলবন্দর রয়েছে। এই চেকপোস্ট দিয়ে পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীরা যাতায়াত করেন এবং দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য হয়। বিজিবি ও বিএসএফের মাঝে যদি সমতা হয় তাহলে আগামীতে হিলি সীমান্তের চেকপোস্ট গেটে বিজিবি ও বিএসএফের মধ্যে রিট্রিট সেরিমনি অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এর আগে তিনি হিলি সীমান্তে এসে পৌঁছলে বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর ও জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম তাকে শুভেচ্ছা জানান। পরে তিনি সীমান্তের শূন্যরেখায় বিজিবির বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করেন। এ সময় বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি কুলওয়ান্ত রায়শর্মা ও রায়গঞ্জ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক বিপিন কুমার তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি সীমান্তের শূন্যরেখার ভারত অংশে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। সেখানে বিজিবি ও বিএসএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সেখানে বিজিবি ও বিএসএফের পক্ষ থেকে একে অপরকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। বৈঠক শেষে তিনি বিজিবির হিলি সিপি ক্যাম্প পরিদর্শন শেষে সীমান্তের হাড়িপুকুর গ্রাম পরিদর্শনে যান।
শিরোনাম
- যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, তৈরি হচ্ছে মঞ্চ
- রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি
- সীমান্তে যুদ্ধাবস্থা: শত শত মানুষকে সরিয়ে নিলো ভারত
- খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু আটক
- উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান
- ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসুন, ভারতকে পাকিস্তানের আহ্বান
- ইংলিশ দলে ডাক পেলেন রিউ
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
- পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট
- বিলিয়ন ডলারের রপ্তানি খাত হুমকিতে
- 'পাকিস্তান আক্রমণ করার সিদ্ধান্ত নিলে সারা পৃথিবী জানবে'
- ভারতের সেনা-স্থাপনায় হামলা, অস্বীকার পাকিস্তানের
বিজিবি ও বিএসএফের সম্পর্ক যে কোনো সময়ের চেয়ে ভালো
বিজিবি মহাপরিচালক
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম