সোমবার, ২৯ মে, ২০২৩ ০০:০০ টা

বিআরটিএ কর্মকর্তার ব্যাংক হিসাবের দেড় কোটি টাকা ফ্রিজের নির্দেশ

কক্সবাজার প্রতিনিধি

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহকারী মোটরযান পরিদর্শক আরিফুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের তদন্ত দলকে কক্সবাজারের একটি ব্যাংকের অ্যাকাউন্টে ২ কোটি টাকার বেশি জমার বৈধ উৎস জানাতে পারেননি আরিফুল। এর মধ্যে তদন্ত চলাকালীন ওই অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয়েছে ৫০ লাখ টাকার বেশি। যার কারণে ওই অ্যাকাউন্টে থাকা প্রায় দেড় কোটি টাকা ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. নাছরুল্লাহ হোসাইনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এই আদেশ দেন। আরিফুল ইসলাম পরিদর্শক হিসেবে বর্তমানে নোয়াখালীতে কর্মরত রয়েছেন। তিনি কক্সবাজারে সহকারী মোটরযান পরিদর্শক থাকাকালীন এই টাকা লেনদেন করেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর