সোমবার, ২৯ মে, ২০২৩ ০০:০০ টা

ঢাবির ক্রিমিনোলজি বিভাগে সাংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্রিমিনোলজি বিভাগের একাদশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘সাংস্কৃতিক সপ্তাহ-২০২৩’ উদ্বোধন করা হয়েছে। গতকাল সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহের উদ্বোধন করা হয়। ক্রিমিনোলজি বিভাগের চেয়ারপারসন শাহারিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রখ্যাত অভিনেতা আবুল হায়াত, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান, অনুষ্ঠানের আহ্বায়ক খন্দকার ফারজানা রহমান প্রমুখ। বক্তব্যে আবুল হায়াত বলেন, সমাজে অন্যায় অপরাধ দমনের ক্ষেত্রে ক্রিমিনোলজির বিষয়গুলো জানা এবং অধ্যয়ন করা প্রয়োজন।

বক্তব্যে অধ্যাপক ড. জিয়া রহমান বলেন, বর্তমানে সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের মানসিক চারিত্রিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর