বুধবার, ৩১ মে, ২০২৩ ০০:০০ টা

দুই তলা বাড়ির জন্য কর কর্মচারীকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে এম সুলতান আহমেদ (৩৮) নামে কর অফিসের এক কর্মচারীকে (মুদ্রাক্ষরিক) মারধরের অভিযোগ পাওয়া গেছে তার বোন-ভগ্নিপতির বিরুদ্ধে। জেলার মোহনপুর উপজেলার মৌগাছি বিদিরপুর বসন্তকেদার এলাকায় শুক্রবার এ ঘটনা ঘটে। বাড়ি দখলকে কেন্দ্র করে হত্যা পরিকল্পনার অংশ হিসেবে এমন ঘটনা, অভিযোগ সুলতান আহমেদের। এ ঘটনায় মেজো বোন সুইটি ও তার স্বামী মামুনুর রশিদ মামুন, সেজ বোন সুমাইয়া বেগম লাকী, তৃতীয় বোন হ্যাপি ও তার স্বামী নুরুননবীর বিরুদ্ধে মোহনপুর থানায় অভিযোগ করেছেন সুলতানের স্ত্রী মুন ইয়ামুন লাবণী। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা বলেন, এ ঘটনায় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ করেছেন।  সুলতান আহমেদের স্ত্রী মুন ইয়ামুন লাবণী বলেন, ‘আমার ছোট ননদ হ্যাপির স্বামী নুরুননবী পারিবারিক অশান্তির কথা বলে ফোনে ডেকে নেয় এবং মারধর করে সুলতানকে।  রাজশাহী নগরীর ডিংগাডোবা ব্যাংক কলোনি এলাকায় আমার বড় ননদ সাহানাজ বেগম বিউটির রেখে যাওয়া দুই ইউনিটের দুই তলা বাড়ি ও ২০ লাখ টাকার জন্যই আমার স্বামীকে হত্যার ষড়যন্ত্র করছে তারা।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর