বুধবার, ৩১ মে, ২০২৩ ০০:০০ টা

শিল্পপতি আবদুল মোনেমের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

শিল্পপতি আবদুল মোনেমের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা আবদুল মোনেমের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আবদুল মোনেম লিমিটেডের প্রতিষ্ঠাতা। ২০২০ সালের ৩১ মে ৮৩ বছর বয়সে ঢাকার সিএমএইচে তিনি মারা যান। আবদুল মোনেম ১৯৩৭ সালের ৫ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার বিজেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। পেশায় তিনি ছিলেন প্রকৌশলী। তিনি ১৯৫৬ সালে আবদুল মোনেম লিমিটেড প্রতিষ্ঠার মাধমে ব্যবসায় যাত্রা করেন। আবদুল মোনেম লিমিটেডের পথচলা শুরু হয় অবকাঠামো নির্মাণ কাজের মধ্য দিয়ে। পরবর্তীকালে তিনি খাদ্য, পানীয়, চিনি পরিশোধনাগার, বেসরকারি অর্থনৈতিক অঞ্চল, ফার্মাসিউটিক্যালসহ বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারিত করেন। পাশাপাশ তিনি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমাজের বিপদগ্রস্ত ও অসহায় মানুষের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সুযোগসুবিধা প্রদানের লক্ষ্যে গড়ে তোলেন আবদুল মোনেম ফাউন্ডেশন; যার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় আবদুল মোনেমের নিজ গ্রাম বিজেশ্বরে প্রায় ৫২ একর জমি দান করেন। যেখানে গড়ে তোলা হয়েছে স্কুল, কলেজ, মাদরাসাসহ বেশ কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠান। সুদীর্ঘ ক্যারিয়ারে তিনি পেয়েছেন রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৪, বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি (শিল্প)-২০১৩-২০১৬, বিজনেস পারসন অব দ্য ইয়ার-২০০৮ ইত্যাদি। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর