শনিবার, ৩ জুন, ২০২৩ ০০:০০ টা

কোনোমতে টিকে আছে মৃৎশিল্প

দীপংকর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল

কোনোমতে টিকে আছে মৃৎশিল্প

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিলুপ্তির পথে ঐতিহ্যের মৃৎশিল্প। এক সময় উপজেলার বিভিন্ন কুমারপাড়ার ঘরে ঘরে বানানো হতো মাটির মটকি, কলসি, পাতিল, চায়ের কাপ, খাবার প্লেট, ফুলগাছের টব, বাচ্চাদের খেলনা, মাটির মূর্তি, হাতি, ঘোড়া, বাঘসহ নানা তৈজসপত্র। এসব বিক্রি করে চলত কুমারদের সংসার। কিন্তু প্রযুক্তি আর আধুনিকতার যুগে এসে হারিয়ে যাচ্ছে মৃতশিল্প। বাজার ভরে গেছে প্লাস্টিকপণ্যে। কমে গেছে মাটির জিনিসপত্রের চাহিদা। তাই পেশা বদলাচ্ছেন কুমাররা। তবে শত প্রতিকূলতার মধ্যেও কেউ কেউ ধরে রেখেছেন তাদের ঐতিহ্য। লুপ্তপ্রায় মৃৎশিল্পকে আঁকড়ে ধরেই বেঁচে থাকার চেষ্টা করছেন। সরেজমিন সন্ধানী আবাসিক এলাকার কুমারপাড়ার গিয়ে দেখা যায়, এখানে ৪০টি পাল পরিবার রয়েছে। এর মধ্যে চার-পাঁচটি পরিবার মৃৎশিল্পের সঙ্গে জড়িত। অন্যরা পেশা বদল করেছে। একটি খুপড়ি ঘরে বসে একজন মাটির জিনিস বানাচ্ছেন। পাশের ঘরেই মহিলারা মাটির তৈরি জিনিসে সাজ তুলছেন। কেউ সেগুলো রোদে শুকাতে দিচ্ছেন। কেউ আবার রোদ থেকে ঘরে আনছেন। কেউ ঘাম ঝড়াচ্ছেন মাটি তৈরিতে। কেউবা আগুন দিচ্ছেন চুলায়। এ যেন ঐতিহ্য ধরে রাখার সংগ্রাম। ওই কুমারপাড়ার বাসিন্দা জ্যোতির্ময় পাল। বয়স ৬৩। পাক ধরেছে মাথার চুলে। ভাঁজ পড়েছে শরীরের চামড়ায়। তিনি বংশের চার প্রজন্ম। এ বয়সেও আপন মনে নিখুঁতভাবে নিপুণ হাতে মাটির জিনিস বানাচ্ছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর