সোমবার, ৫ জুন, ২০২৩ ০০:০০ টা

বাজেট স্মার্ট বাংলাদেশের সঙ্গে সংগতিপূর্ণ নয়

যৌথ সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

শুল্ক বৃদ্ধি ও ভ্যাট আরোপের মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতের প্রসার ও ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার বিষয়টি বাধাগ্রস্ত করা হয়েছে বলে দাবি করেছেন তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্য সংগঠনগুলোর নেতারা। তারা বলেন, অপারেটিং সিস্টেম, ডেটাবেজ ও সিকিউরিটি সফটওয়্যারের আমদানি শুল্ক বাড়িয়ে ৫ শতাংশ থেকে ২৫ শতাংশ করা হয়েছে। সফটওয়্যারের ওপর ৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে। যা কোনোভাবেই স্মার্ট বাংলাদেশ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। গতকাল বেসিস মিলনায়তনে আয়োজিত ‘তথ্যপ্রযুক্তি খাতের জাতীয় বাণিজ্য সংগঠনগুলোর ব্যবসায়ী নেতাদের বাজেট প্রতিক্রিয়া’ শীর্ষক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন (আইএসপিএবি) এবং ই-কমার্স অ্যাসোসিয়েশেন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর যৌথ উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর