চার মাসের মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে সদ্য সমাপ্ত অক্টোবর মাসে। গত মাসে মোট রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৭৫ লাখ ডলার, যা আগের বছরের একই মাসের চেয়ে ৩০ শতাংশ বেশি। গতকাল বাংলাদেশ ব্যাংক প্রকাশিত রেমিট্যান্সের সর্বশেষ তথ্য অনুযায়ী গত মাসে প্রবাসীদের পাঠানো আয় এর আগের চার মাসের মধ্যে সর্বোচ্চ। প্রবাসীরা এবার গত বছরের অক্টোবরের চেয়ে ৪৫ কোটি ২০ লাখ ডলার বা প্রায় ৩০ শতাংশ বেশি অর্থ ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন। ২০২২ সালের অক্টোবরে রেমিট্যান্স এসেছিল ১৫২ কোটি ৫৫ লাখ ডলার। এর আগে গত সেপ্টেম্বরে রেমিট্যান্স আসে ১৩৪ কোটি ৩৪ লাখ ডলার, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ এবং জুলাইয়ে এসেছে ১৯৭ কোটি ৩১ লাখ ডলার। ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে গত ২২ অক্টোবর সরকারের দেওয়া বিদ্যমান আড়াই শতাংশের সঙ্গে নিজ তহবিল থেকে আরও আড়াই শতাংশ হারে প্রণোদনা দেওয়ার সুযোগ দেওয়া হয় বাণিজ্যিক ব্যাংককে।
অক্টোবরের শেষ দিকে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে তা ভূমিকা রেখে থাকতে পারে বলে অনেকের ধারণা। এতে নিম্নমুখী ধারা থেকে অক্টোবরে ইতিবাচক ধারায় ফিরল রেমিট্যান্সের প্রবাহ। আগের দুই মাসে রেমিট্যান্স প্রবাহর প্রবৃদ্ধি ছিল নেতিবাচক ধারায়।