দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আটটি রাজনৈতিক দল ও জোটের সমন্বয়ে আরও একটি নতুন জোটের আত্মপ্রকাশ হতে চলেছে। আজ সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘সম্মিলিত মহাজোট’ নামে নতুন এ জোটের যাত্রা হবে। নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের নেতৃত্বে এ নির্বাচনি জোট গঠন করা হয়েছে। জোটে রয়েছে জাতীয় জোট, জাতীয় ইসলামী ঐক্যজোট, সম্মিলিত জাতীয় জোট, স্বাধীন জোট, গণতান্ত্রিক জোট বাংলাদেশ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, পলিটিক্যাল পার্লামেন্ট ও বাংলাদেশ জাতীয় ইসলামী জোট। নতুন এ জোটের আহ্বায়ক ও বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন বলেন, ‘আমরা মূলত নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল। আগামী সংসদ নির্বাচনে সারা দেশে ৩০০ আসনে প্রার্থী দিয়ে রাজনীতির মাঠে সক্রিয় হতেই নতুন এ জোটের চিন্তা রয়েছে। আশা করি গণতন্ত্রসচেতন সাধারণ মানুষ আমাদের আহ্বানে সাড়া দেবে।’