হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৩ কোটি টাকার সোনাসহ হাফিজ হাসান নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। গতকাল বিকাল সাড়ে ৩টায় ওমানের মাসকাট থেকে ঢাকায় আগত ওমান এয়ারের একটি ফ্লাইট (ডব্লিউওয়াই-০৩১৭) থেকে সোনাসহ ওই যাত্রীকে আটক করা হয়। গতকাল এসব তথ্য জানান সিআইআইডির সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার। তিনি বলেন, ওমান থেকে আগত একজন যাত্রী শাহজালাল বিমানবন্দরের মাধ্যমে সোনা চোরাচালানের কাজে সম্পৃক্ত থাকতে পারেন এমন গোপন সংবাদ আমরা পাই। ওমান এয়ারলাইনসের বিমানটি ১১ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফ্লাইটের ৩২ এ সিটের যাত্রী হাফিজ হাসানের পরিচয় নিশ্চিত করা হয়।
পরে তল্লাশি চালিয়ে তার সামনের সিটের ব্যাক পকেটে সাদা স্কচটেপে মোড়ানো ৩২টি সোনার বার উদ্ধার করা হয়। পরে যাত্রীর দেহ তল্লাশি করে আরও ৯৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। মোট উদ্ধার সোনার বারের ওজন ৩ কেজি ৭১২ গ্রাম ও স্বর্ণালংকার যার ওজন ৯৮ গ্রাম অর্থাৎ উদ্ধারকৃত সোনার মোট ওজন ৩ কেজি ৮১০ গ্রাম। জব্দকৃত সোনার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ২৯ লাখ টাকা। এ ঘটনায় হাফিজ হাসানের নামে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।