বুধবার, ৮ মে, ২০২৪ ০০:০০ টা

সোনালু-কৃষ্ণচূড়ায় রঙিন ক্যাম্পাস

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সোনালু-কৃষ্ণচূড়ায় রঙিন ক্যাম্পাস

তপ্ত গ্রীষ্মে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে সৌন্দর্য ছড়াচ্ছে কৃষ্ণচূড়া ও সোনালু ফুল। এ সৌন্দর্যে চোখ জুড়ায় শিক্ষার্থীদের। তীব্র গরমেও প্রশান্তি নিয়ে নিজেকে মেলে ধরেছে এ ফুল। প্রতি বছর গ্রীষ্মের শুরুতেই পুরো ক্যাম্পাসে মুগ্ধদা ছড়ায় কৃষ্ণচূড়া ফুল। যেন সূর্যের সবটুকু আলো গ্রহণ করে সহমহিমায় উজ্জ্বল হয়ে নিজেকে মেলে ধরে। বিশ্ববিদ্যালয়ের টিএসসি, জাতির পিতা বঙ্গবন্ধু হল, থানা গেট, খালেদা জিয়া হলের ভিতরেসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় কৃষ্ণচূড়া গাছের লাল রক্তিম ফুল প্রকৃতির সব রংকে ম্লান করে দিয়েছে। সকালে গাছের নিচে কৃষ্ণচূড়ার ঝরে পড়া রক্ত লাল পাপড়ি যেন পুষ্পশয্যা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে সারি সারি গাছে সোনালু ফুল মন কাড়ছে শিক্ষার্থীসহ দর্শনার্থীদের। শিক্ষার্থী আবদুল আলিম বলেন, ‘ফুল শুভ্রতার প্রতীক। সৌন্দর্য বৃদ্ধিতে এর বিকল্প নেই।’ শিক্ষার্থী সুমাইয়া ইসলাম বলেন, ‘ক্যাম্পাসের ফুলগুলো দেখে চোখ জুড়ায়। তবে সবচেয়ে সৌন্দার্য বাড়ানো প্রধান ফটকের কৃষ্ণচূড়া গাছটি মারা যাওয়ায় কাটা হয়েছে। এ আক্ষেপটি রয়ে গেছে।’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আমজাদ হোসেন বলেন, ‘ফুল সৌন্দর্যের প্রতীক।’ প্রতিবারের মতো এবারও আমাদের ক্যাম্পাস কৃষ্ণচূড়া ফুলে ছেয়ে গেছে। কৃষ্ণচূড়া বরাবরই আমাদের ক্যাম্পাসের ইতিহাস ঐতিহ্য বহন করে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর