নাটকের দল থিয়েটার শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করল দলটির নিয়মিত প্রযোজনার নাটক ‘পোহালে শর্বরী’। থিয়েটারের ৪৭তম প্রযোজনার নাটক এটি। গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি।
প্রায় দেড় থেকে দুই হাজার বছর আগেকার সময়ের এক গল্প নিয়ে তৈরি হয়েছে নাটকটি।
হিন্দি ভাষার সাহিত্যিক সুরেন্দ্র বর্মার রচনা থেকে নাটকটি অনুবাদ করেছেন অংশুমান ভৌমিক। নির্দেশনা দিয়েছেন রামেন্দু মজুমদার ও সংযুক্ত নির্দেশনায় ছিলেন ত্রপা মজুমদার। নাটকটির পোশাক পরিকল্পনা করেছেন নাট্যব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গুলশান আরা, মাহমুদা আক্তার লিটা, নাজমুন নাহার নাজু, সামিয়া মহসীন, আপন আহসান, নূর-এ-খোদা মাশুক সিদ্দীকি, শেকানুল ইসলাম শাহী, মুশফিকুর রহমান, সামিরুল আহসান, তানভীর হোসেন সামদানী, তানভীন সুইটি, তানজুম আরা পল্লী, রাশেদুর রহমান, রবিন বসাক, ত্রপা মজুমদার ও জোয়ারদার সাইফ।
লোক নাট্যদল পদক পেলেন ছয় গুণী : নাটকে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ছয় গুণী পেলেন লোক নাট্যদল পদক। পদকপ্রাপ্তরা হলেন- ড. ইনামুল হক, এস এম মহসীন, আরহাম আলো, শাহাদাৎ হোসেন খান হীলু, সৈয়দ দুলাল ও কঙ্কন দাশ। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এই পদক দেওয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। লোক নাট্যদলের অধিকর্তা ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একুশে পদক এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান।