ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের, নোয়াপুর, করইয়া, কালিকাপির, বদরপুর, কামাল্লা, পৈথারা ও কমুয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করার সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমদ চৌধুরী নাসিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য পাঠিয়েছেন। বন্যায় আপনাদের ক্ষয়ক্ষতি হয়েছে সে জন্য তিনি, শুকনো খাবার ও চাল পাঠিয়েছেন।’ তিনি গতকাল এ ত্রাণ বিতরণ করেন। এ সময় তিনি আরও বলেন, খুব দ্রুত সময়ে মহুরী নদী সংস্কার কাজ শুরু করা হবে। বর্তমানে যে বাঁধগুলো ভেঙেছে সেগুলো অল্প কিছুদিনের মধ্যে মেরামতের কাজ শুরু করা হবে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুন মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূূঁইয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আবদুল আলিম, মুন্সীরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভিপি নুরুল আমিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরাম পাটোয়ারিসহ দলীয় নেতা-কর্মীরা।