শনিবার, ১৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা

রাজধানীতে চারজনের অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক ঘটনায় চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা হলেন- দক্ষিণখানে সাঈদ রানা (৩৯), যাত্রাবাড়ীতে অজ্ঞাত পুরুষ (৫২), শাহআলীতে অজ্ঞাত পুরুষ (৬০) এবং মিরপুরে নয়ন খান (২৪)।

গত বৃহস্পতিবার রাতে দক্ষিণখানে বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে সাঈদের মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বড়-পিপুরিয়ায়। বর্তমানে দক্ষিণখান বউবাজার পূর্ব মোল্লারটেক এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। স্বজনদের বরাত দিয়ে দক্ষিণখান থানার এসআই মেহেদী হাসান সজীব জানান, সাঈদ মাদক সেবন করত। মাদকাসক্ত ছিল, বাসায় ঝগড়া করত। আর তাই তার পরিবারের লোকজন তাকে রিহ্যাবে ভর্তির জন্য ফোন করে সংবাদ দিয়েছিল।

এদিকে সাঈদ রাগ হয়ে ওই রাতেই বাসার ষষ্ঠ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে।

যাত্রাবাড়ী থানার এসআই ভবোতোষ জানান, গত বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ী কলার আড়তের রাস্তার পাশে অজ্ঞাত এক পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শাহআলী থানার এসআই আলমগীর হোসেন ভুইয়া জানান, মিরপুর চিড়িয়াখানা লেক থেকে স্থানীয়দের সংবাদ পেয়ে অজ্ঞাত এক পুরুষের ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়। লোকটি এই এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করত। তবে তার পরিচয় কেউ বলতে পারেনি।

এদিকে গত বৃহস্পতিবার বিকালে মিরপুরের শাহআলীবাগ ধানখেতের মোড়ের বাসা থেকে নয়নের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মিরপুর থানার এসআই আবুল কালাম আজাদ। পরিবারের বরাদ দিয়ে তিনি জানিয়েছেন, মানসিক ও হতাশাগ্রস্ত থেকে ফ্যানের সঙ্গে নাইলনের রশি দিয়ে ফাঁস নেন নয়ন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর মীর্জাগঞ্জে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর