কোটা আন্দোলনের নামে সহিংসতায় রংপুর সিটি করপোরেশনের ৩ কোটি ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল দুপুরে সিটি করপোরেশন মিলনায়তনে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সংবাদ সম্মেলন করে ক্ষয়ক্ষতির এ বিবরণ দিয়েছেন। মেয়র বলেন, গত ১৯ জুলাই সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রায় ২ হাজার দুষ্কৃতকারী রড, এসএস পাইপসহ দেশি অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সিটি করপোরেশনের বিভিন্ন জায়গায় ভাঙচুর করে। তারা নগরীতে স্থাপিত ৬৪টি সিসিটিভি ক্যামেরা, নগরজুড়ে ৩০ কিলোমিটারে ফাইবার অপটিক্যাল ক্যাবল, শাপলা চত্বরে স্থাপিত দুটি এবং সিটি করপোরেশনের সামনে স্থাপিত একটি এলইডি টিভি, সিটি করপোরেশন কার্যালয়ের সামনে লাগানো প্রধানমন্ত্রীসহ মেয়রের ছবি, সিটি করপোরেশনের প্রধান ফটকে স্থাপিত চারটি সিসিটিভি ক্যামেরা, গার্ড রুমের থাই গ্লাস ও গ্রিল, কার্যালয়ের প্রশাসনিক ভবনের রাস্তাসংলগ্ন জানালার থাই গ্লাস, প্রধান ফটকের দুই পাশে অবস্থিত গার্ডেন লাইট, রংপুর সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়, নগরীর জাহাজ কোম্পানি মোড় এবং লালকুঠি মোড়ে স্থাপিত ডিজিটাল ট্রাফিক সিগন্যাল, কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে দুটি এলইডি সাইন ভাঙচুর করে। সিটি করপোরেশন কার্যালয়ের সামনে থেকে লালবাগ রেলক্রসিং পর্যন্ত রাস্তার মাঝখানে এবং কেন্দ্রীয় বাস টার্মিনালের ফুটওভার ব্রিজের নিচের দুই পাশে অবস্থিত ডিভাইডার প্রটেকশন গ্রিল, শাপলা চত্বরের গ্রিল ভেঙে নিয়ে গেছে দুষ্কৃতকারীরা। এতে সিটি করপোরেশনের ক্ষতি হয়েছে ৩ কোটি ২০ লাখ টাকা। এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, সচিব জয়শ্রী রানী, প্যানেল মেয়র সামসুল আলম প্রমুখ।