জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছেন ব্যবসায়ী নেতারা। তাঁরা বলেছেন, ব্যবসা-বাণিজ্য স্থবির হওয়ার পেছনে এনবিআর চেয়ারম্যানের দায় রয়েছে। জাতীয় রপ্তানির ধারা অব্যাহত রাখতে রপ্তানিমুখী বাণিজ্যিক সংগঠনের মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতারা এসব কথা বলেন। এ ছাড়া গতকাল একই দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের অপসারণে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সংস্থাটির কর্মচারীরা। এ দাবির পক্ষে আছেন এনবিআরের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তারাও।
গতকাল রাজধানীর একটি হোটেলে বিজিএপিএমইএ সভায় রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানসহ ২০টিরও অধিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এতে বক্তব্য রাখেন এফবিসিসিআইর সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সহ সভাপতি আবদুল্লাহ হিল রাকিব, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, ঢাকা চেম্বারের (ডিসিসিআই) সাবেক সভাপতি ও থাই চেম্বারের সভাপতি শামস মাহমুদ, বাংলাদেশ সুইং থ্রেড ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাসেম হায়দার, বিজিএপিএমইএর সাবেক সভাপতি হাফেজ আলম চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিজিএপিএমইএর সভাপতি মো. শাহরিয়ার প্রমুখ। সভায় ব্যবসায়ী নেতারা বলেন, এনবিআরের আমূল সংস্কার করতে হবে। ব্যবসায়ীদের হয়রানি ও অত্যাচার বন্ধে এনবিআর কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। এ ছাড়া এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার দাবি করেন তাঁরা।
বিকেএমইএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ করতে হবে। রপ্তানির তথ্য যথাযথ নয় প্রমাণিত হওয়ায় এলডিসিতে উত্তরণ আপাতত স্থগিত রাখার জন্য অন্তর্বর্তী সরকারের নিকট দাবি করেন তিনি।
বিজিএপিএএমইএ সভাপতি মো. শাহরিয়ার বলেন, সরকার প্রদত্ত সুযোগ-সুবিধাগুলো পেতে বছরের পর বছর সংশ্লিষ্ট সেবা প্রদানকারী সরকারি প্রতিষ্ঠানসমূহের হয়রানির শিকার হতে হয়।
বিজিএমইএ সহ-সভাপতি আবদুল্লাহ-হিল-রাকিব বলেন, সরকারি তথ্য সঠিক ছিল না বিধায় এলডিসি গ্র্যাজুয়েশনের সময় পেছানো হোক। এনবিআর ঢেলে সাজানো হোক।
এদিকে এনবিআরের চেয়ারম্যান অপসারণে ২৪ ঘণ্টা সময় দিলেন কর্মচারীরা। গতকাল আগারগাঁও এনবিআর ভবনের সামনে বিক্ষোভ করেন সংস্থাটির আয়কর, মূল্য সংযোজন কর (মূসক), ভ্যাট ও কাস্টমস বিভাগের কর্মচারীরা। এ ছাড়া এনবিআরের সব কর্মচারী সকাল থেকে কর্মবিরতি পালন করছেন। সেই সঙ্গে বিগত সরকারের আমলে এনবিআরের পদোন্নতিবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা পদোন্নতির দাবি জানিয়েছেন।