ইসলামিক ফাউন্ডেশন বাস্তবায়নাধীন ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ শীর্ষক প্রকল্পে দীর্ঘ ৩১ বছর ধরে ৩য়, ৪র্থ, ৫ম, ষষ্ঠ ও ৭ম পর্যায়ে কর্মরত ৬৩২ জন বৈষম্যের শিকার জনবলকে চাকরিতে যোগদানের সময় থেকে ইসলামিক ফাউন্ডেশনে রাজস্বকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে। গতকাল রাজধানীর আগারগাঁও এ ইসলামিক ফাউন্ডেশনের সামনে তারা এ কর্মসূচি পালন করে। দাবি আদায়ের লক্ষ্যে বিকালে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে আন্দোলনকারীরা অবরুদ্ধ করে রাখে। অবস্থান কর্মসূচিতে সমন্বয়কদের মধ্য থেকে বক্তব্য রাখেন- সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম, ফিল্ড অফিসার মো. মাসুম বিল্লাহ, মাস্টার ট্রেইনার মাওলানা মো. আবদুল হালিম প্রমুখ।