সড়ক ও জনপদ অধিদপ্তরের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ১০ দফা দাবি জানিয়েছে অধিদপ্তরের ক্ষতিগ্রস্ত ঠিকাদার সমন্বয় কমিটি। গতকাল দুপুরে অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি দেয় এই সমন্বয় কমিটি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত চলমান কাজ বন্ধ রাখা এবং তিন কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা না হলে চতুর্থ কার্যদিবস থেকে সড়ক ভবন ঘেরাও কর্মসূচি পালন করবে বলে হুঁশিয়ারি দিয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তরের ক্ষতিগ্রস্ত ঠিকাদার সমন্বয় কমিটি। দেশের ৪৭টি পেশাদার ঠিকাদার কোম্পানি এই সমন্বয় কমিটির সদস্য। স্মারকলিপিতে বলা হয়, সড়ক ও জনপদ অধিদপ্তর দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। কিন্তু কিছু সংখ্যক কর্মকর্তা-কর্মচারী বিভিন্নভাবে এ খাতকে ক্ষতিগ্রস্ত করছে।
১০ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে সড়ক ও জনপদ অধিদপ্তরকে আদর্শ ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা।