সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

বিদ্যুৎ আমদানির অ্যাগ্রিমেন্ট নিয়ে আলোচনা

বিদ্যুৎ উপদেষ্টার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী সাক্ষাৎ করে বলেছেন, নেপাল প্রথম থেকেই বাংলাদেশের ছাত্র আন্দোলনকে স্বীকার করে এবং বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে ঘনশ্যাম ভান্ডারীর নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। এ সময় নেপাল হতে ৪০ মেগাওয়াট হাইড্রো ইলেকট্রিক পাওয়ার ক্রয়, নেপালের সঙ্গে যৌথ উদ্যোগে ৬৮৩ মেগাওয়াট সুনকোশি-৩ হাইড্রো পাওয়ার প্ল্যান্ট স্থাপন এবং নেপালস জিএমআর আপার কর্নালি হাইড্রো পাওয়ার লি. থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য পাওয়ার সেল অ্যাগ্রিমেন্টের ব্যাপারে আলোচনা হয়েছে।

সাক্ষাৎকালে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির নেপালের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, নেপাল বাংলাদেশের দীর্ঘদিনের পুরনো প্রতিবেশী ও বন্ধুরাষ্ট্র। বাংলাদেশ নেপালের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে আগ্রহী।

এ সময় বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বিদ্যুৎ খাতে নেপালের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। সার্কের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের ব্যাপারে এ সময় দুজনের মাঝে আলোচনা হয়। নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেন, বাংলাদেশের সঙ্গে নেপালের প্রথম থেকেই ভালো সম্পর্ক রয়েছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর