সপ্তাহের চতুর্থ কার্যদিবসে শেয়ারবাজারে সামান্য উত্থান হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে প্রধান মূল্যসূচক। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার। ফলে এ বাজারটিতে কিছুটা বেড়েছে মূল্যসূচক। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ১৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৭২টি প্রতিষ্ঠানের। আর ৬২টির দাম অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে বস্ত্র খাতের ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে এবং ১২টির দাম কমেছে। আর ওষুধ খাতের ১৭টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে এবং ১২টির দাম কমেছে। বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম কমার পরও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭১৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৬২৫ কোটি ১৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫৬২ কোটি ৭২ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৬২ কোটি ৪৩ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল অগ্নি সিস্টেমের শেয়ার। কোম্পানিটির ৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লিন্ডে বাংলাদেশের ২২ কোটি ৫৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২০ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৩৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯০টির এবং ৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৫ কোটি ৯১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫ কোটি ৭৮ লাখ টাকা।