ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য মুসলমানসহ বিশ্বের প্রতিটি দেশের প্রতি আহ্বান জানিয়েছে দেশের তরিকতপন্থি কয়েকটি ইসলামি দল। গতকাল রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ম্যাস গেদারিং ফর প্যালেস্টাইন’ কর্মসূচিতে এক বিশাল সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। মুভমেন্ট ফর এ ফ্রি প্যালেস্টাইন-এর ব্যানারে আয়োজিত এই সমাবেশ থেকে আন্দোলনকারীরা ইসরায়েলি বর্বরতা বন্ধে জাতিসংঘকে চিঠি দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানান। কর্মসূচি উপলক্ষে গতকাল ভোর থেকেই নানা শ্রেণি-পেশার মানুষ জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হতে শুরু করেন। পল্টন, বায়তুল মোকাররম, হাই কোর্টের সামনে থেকে মৎস্য ভবন ও শিক্ষা ভবনের সামনে থেকে গুলিস্তান এলাকাজুড়ে ফিলিস্তিনের প্রতি সমর্থনের জনস্রোত ছড়িয়ে পড়ে। সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন মাওলানা আবুল কাশেম ফজলুল হক। ঘোষণাপত্রে জাতিসংঘের সরাসরি হস্তক্ষেপে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি তোলা হয়। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চায় বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত। গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেয় ডিএমপি।
শেষ পর্যন্ত সেই স্থানের বদলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ১৬টি শর্তে সমাবেশের অনুমতি দেওয়া হয়। অংশগ্রহণকারীরা হাতে ফিলিস্তিনের পতাকা এবং সংহতির বার্তা সংবলিত প্ল্যাকার্ড নিয়ে মানবতার পক্ষে আওয়াজ তোলেন।