চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) চাক্তাই খালের পান ঘাট ইজারা প্রক্রিয়া শেষ হওয়ার আগেই দখলের অভিযোগ উঠেছে বিএনপির দুই নেতার বিরুদ্ধে। এরই মধ্যে চসিক মেয়র, নিজেদের ছবি ও চসিকের স্মারক সংবলিত ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে কানাঘুষা দেখা দিয়েছে।
তারা হলেন চসিকের ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী আছু ও মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা এবং ওই ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ নবাব খান।
জানা যায়, চসিকের রাজস্ব বিভাগ ১৬ এপ্রিল পাঁচটি ঘাট বাংলা ১৪৩২ সনের অবশিষ্ট সময়ের জন্য ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর মধ্যেই চাক্তাই খালের পান ঘাট সংলগ্ন স্থানে চসিকের স্মারক নম্বর, মেয়র ও নিজেদের ছবিসহ ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে গতকাল ছিল দরপত্র সংগ্রহ এবং আজ (বুধবার) জমা দেওয়ার শেষ দিন। এ ব্যাপারে জানতে ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ নবাব খানকে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা এস এম সরওয়ার কামাল বলেন, ‘বিষয়টা আমরা শুনেছি। ইজারা হওয়ার আগে এভাবে ব্যানার টাঙানোর কোনো সুযোগ নেই। তাই শোনার পরই ব্যানার খুলে ফেলার জন্য বলা হয়েছে।’
চসিকের ভূ-সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী বলেন, ‘পাঁচটি ফেরিঘাট বাংলা ১৪৩২ সনের অবশিষ্ট সময়ের জন্য দরপত্র আহ্বান করা হয়। আজ (গতকাল) ছিল ফরম সংগ্রহের এবং আগামীকাল (আজ) জমাদানের শেষ দিন। এখনো দরপত্র প্রক্রিয়া শুরু হয়নি।’