বগুড়ায় বোরোর বাম্পার ফলন ঘরে তুলতে শুরু করেছেন চাষিরা। মাঠে মাঠে ধান কাটা শুরু হয়েছে। ভালো ফলন পাওয়ায় চাষিদের মুখে হাসি দেখা গেছে। বোরোর ভালো ফলন হওয়ায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানে মাঠে নেমেছে খাদ্য বিভাগ। চলতি মৌসুমে জেলা খাদ্য বিভাগ ৮০ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল ও ধান সংগ্রহ করবে ১২ হাজার মেট্রিক টন। খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, নির্ধারিত দিনের আগেই ধান-চাল সংগ্রহ অভিযান সফল হবে। চাল সরবরাহকারী মিলাররা চুক্তিবদ্ধ হতে শুরু করেছেন। বগুড়া জেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে জেলায় সরকারি খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহ অভিযান গতকাল শুরু হয়েছে। কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৬ ও চালকল থেকে (মিল মালিক) ৪৯ টাকায় কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলায় সরকারিভাবে ধান ১২ হাজার ১৬৯ মেট্রিক টন ও চাল সংগ্রহ করা হবে ৮০ হাজার ২৫০ মেট্রিক টন। জেলায় বোরো ধানের বাম্পার ফলনে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। মিলাররা ইতোমধ্যে চুক্তিবদ্ধ হতে শুরু করেছেন। জেলায় ৭১৯ জন মিলার রয়েছেন। গতকাল দুপুর পর্যন্ত ৫৮ জন মিলার ধান-চাল সরবরাহে চুক্তি করেছেন। এ চুক্তিবদ্ধ মিলাররা মিলে ২৮ হাজার টনের বেশি চাল সরবরাহ করবেন। বাদবাকি মিলাররা ১৫ মের মধ্যে চুক্তিবদ্ধ হয়ে ধান-চাল সরবরাহ করবেন। চুক্তিবদ্ধ মিলাররা ৩১ আগস্ট পর্যন্ত চাল সরবরাহ করবেন।