সহজ হচ্ছে সঞ্চয়পত্রে বিনিয়োগ। ৫ লাখ টাকা বা তার বেশি টাকার সঞ্চয়পত্র কিনতে গেলেই আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা আর থাকছে না। আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ সুযোগ রাখা হতে পারে। পাশাপাশি ব্যাংকে ১০ লাখ টাকা বা তার বেশি মেয়াদি আমানত খুলতেও রিটার্ন জমার প্রমাণপত্র দেওয়ার বাধ্যবাধকতাও উঠে যাচ্ছে।
অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বাজেট বক্তৃতায় এই ঘোষণা দিতে পারেন। ফলে আগের মতোই শুধু কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) সনদ দেখালেই হবে। আগামী ২ জুন ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা দেওয়া হবে। এবার জাতীয় সংসদ না থাকায় জাতির উদ্দেশে টেলিভিশন বক্তৃতার মাধ্যমে বাজেট দেওয়া হবে। বর্তমানে দেশে ৪৫টি সরকারি-বেসরকারি সেবা পেতে গেলে রিটার্ন জমার প্রমাণপত্র বা পিএসআর দেখাতে হয়। মূলত রিটার্ন জমার সংখ্যা বাড়ানোর উদ্দেশে টানা কয়েক বছর ধরে বাড়ানো হয়েছে এর আওতা।
জাতীয় রাজস্ব রোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘যেসব জায়গায় আসলে পিএসআর দাখিলের প্রয়োজন নেই আমরা সেখান থেকে পর্যায়ক্রমে সরে আসতে চাচ্ছি। পিএসআর দাখিলের পরিবর্তে শুধু টিআইএন জমা দেবেন। প্রকৃতপক্ষে কিছু জায়গায় পিএসআর দাখিল বাধ্যতামূলক করায় জনভোগান্তি তৈরি হয়েছে এবং এনবিআর সমালোচনার মুখে পড়েছে। অন্তর্বর্তী সরকার আগামী বছরের বাজেটে এসব বিবেচনা করে জনবান্ধব করনীতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।