গাইবান্ধার পলাশবাড়ীতে পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে যাত্রা শুরু করল বসুন্ধরা শুভসংঘ। যা সুনাম কুঁড়িয়েছে স্থানীয়দের।
গতকাল দুপুরে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এ অভিযান পরিচালিত হয়। সকাল থেকেই স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে পল্লী অগ্রগতি কার্যালয়ে জড়ো হতে থাকে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত ছাত্রছাত্রী। সেখানে আয়োজিত আলোচনা সভায় বসুন্ধরা শুভসংঘের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক ও কালের কণ্ঠের সিনিয়র সহসম্পাদক জাকারিয়া জামান। বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন কালের কণ্ঠের উত্তরাঞ্চল প্রধান (মাল্টিমিডিয়া) সোহেল রানা স্বপ্ন, বসুন্ধরা শুভসংঘের সিনিয়র অফিসার মামুন, বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সভাপতি অমিতাভ দাস হিমুন। স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন ফজলুল হক দুদু, নুরুল ইসলাম ও সুরুজ হক লিটন। সভা শেষে দুপুরে স্লোগানসহ র্যালি নিয়ে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে শিক্ষার্থীরা।