ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, বিভাগীয় কমিশনারদের তদারকি ও দিকনির্দেশনার ফলে এ বছর ভূমিকর আদায়ের হার সন্তোষজনক। এ বছর মোট ভূমি উন্নয়নকর আদায় হয়েছে ১১০৫ কোটি টাকা। আগামী অর্থবছরে এ ভূমিকর আদায়ের হার আরও বাড়বে। গতকাল ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বিভাগীয় কমিশনার সমন্বয় সভা জুলাই, ২০২৫’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, মাঠ পর্যায় কাজে বিভাগীয় কমিশনারদের যথাযথ তদারকির ফলে নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা এসেছে। প্রতিটি বিভাগের জনকল্যাণকর কাজে বিভাগীয় কমিশনারদের আরও সম্পৃক্ত থেকে এসব কাজে নিয়মিত তদারকি করতে হবে। তিনি বলেন, নোয়াখালী ও ভোলাসহ বেশ কিছু জেলায় নতুন নতুন চর জেগে উঠছে। এসব চর মানুষের আশা ও সম্ভাবনাকে নির্দেশ করে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নতুন চর জেগে ওঠা একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং এটি দেশের অর্থনীতি, পরিবেশ ও জীবনযাত্রার ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এসব চরের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। এসব চরে ভূমিহীনদের বসবাসসহ গবাদি পশুর খাদ্যের আধার হিসেবে গড়ে তুলতে হবে। এসব চরে যত সংখ্যক গবাদিপশু বিচরণ করতে পারবে তত বেশি দুধ উৎপাদন হবে। তবে এসব চরে একটি সুষ্ঠু ব্যবস্থাপনা থাকা জরুরি যাতে করে ভূমিহীনদের বসবাসসহ গবাদি পশুর বিচরণ নির্বিঘ্ন হয়। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদের সভাপতিত্বে এ সময় সব বিভাগীয় কমিশনার, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।