মাদক ও সমাজ ধ্বংসের নেত্রী ছিল হাসিনা মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আজ সমাজ, মানবিকতা এবং পরিবারগুলোকে ধ্বংস করে দিয়েছে মাদক। হাসিনা শুধু স্বৈরশাসক ছিল না, ফ্যাসিবাদ ছিল না, মাদকেরও নেত্রী ছিল। তাই হাসিনার অপরাজনীতিতে ফ্যাসিস্ট আবার যেন এ বাংলাদেশের রাজনীতিতে মানুষের ওপর আঘাত হানতে না পারে।’ গতকাল দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর মোহনা ইউনিয়ন বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ্যানি আরও বলেন, ‘এখনো দেশের বাইরে বসে ষড়যন্ত্র করতেছে তারা। তাদের টাকার অভাব নেই, লাখ লাখ, কোটি কোটি টাকা এবং ডলার পাচার করে তারা দেশবিদেশে বসে পার্শ্ববর্তী দেশের মদতে বাংলাদেশকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করছে। দেশের যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে। কারণ যুবক, তরুণ, ছাত্র- এরা হলো পাহাড়-পর্বত পরিমাণ শক্তি। এরা পাওয়ার হাউস। এ পাওয়ার হাউসটাকে ধ্বংস করতে পারলে পার্শ্ববর্তী দেশ মনে করে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে।
তারা বাংলাদেশকে নিশ্চিহ্ন করতে চায়।’ রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সদস্যসচিব সফিকুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, অ্যাডভোকেট হাফিজুর রহমান, হারুনুুর রশিদ, অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার এ বি এম জিলানী প্রমুখ।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।