যশোরের সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের চেষ্টা গভীর ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন যশোর জেলা বিএনপির নেতারা। জেলার ছয় আসনের সীমানা বর্তমান অবস্থায় রাখার দাবিতে গতকাল দুপুরে জেলা বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী জেলা নির্বাচন অফিস ঘেরাও করেন। একই দাবিতে পরে নেতারা যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, আবদুস সালাম আজাদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, ‘একজন বিতর্কিত ব্যক্তির আবেদন আমলে নিয়ে যশোর-৩ ও ৬ আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে শুনানির আয়োজন করা নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রেরই অংশ।’
উল্লেখ্য, নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী যশোর-৩ ও ৬ আসনের সীমানাসংক্রান্ত বিষয়ে ২৫ আগস্ট নির্বাচন ভবন অডিটোরিয়ামে শুনানি হবে। এ তথ্য জানার পর থেকেই যশোরে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো সীমানা পুনর্নির্ধারণ না করার দাবিতে গত তিন দিন বিক্ষোভ মিছিল, সমাবেশ, সংবাদ সম্মেলন ও নির্বাচন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করে।