২০৪০ সালের মধ্যে জাপানে কর্মক্ষম জনসংখ্যার ঘাটতি বেড়ে দাঁড়াবে অন্তত ১ কোটি ১০ লাখে। এই সংকট মোকাবিলায় বিভিন্ন দেশ থেকে দক্ষ জনবল নিচ্ছে জাপান। সুযোগটি কাজে লাগাতে চাইছে অন্তর্বর্তী সরকার। এজন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে চালু করা হয়েছে জাপান ডেস্ক। জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণের নানান উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে জাপান সেলের কার্যক্রম প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে নিয়মিত প্রকাশিত হবে।
গতকাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়, জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গত ৩ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। চিঠির সংযুক্তিতে বলা হয়, ন্যাশনাল বিজনেস সাপোর্ট কো-অপারেটিভ ফেডারেশনের (এনবিসিসি) অধীনে নির্দিষ্ট দক্ষ কর্মী ক্যাটাগরিতে কর্মীদের জাপানে পাঠানো হবে। দেশটিতে অধিক কর্মী পাঠানোর লক্ষ্য বাস্তবায়নে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ ও জাপানের দূতাবাস, বিজনেস ওয়ার্ল্ডসহ বিভিন্ন দপ্তরের সহায়তায় জাপান ডেস্কের কার্যক্রম চালু হয়েছে।
জাপানে শ্রমবাজারের চাহিদার অনুসন্ধান, কর্মসংস্থানের সুযোগ চিহ্নিত ও প্রচারণা, কর্মীদের ভাষা প্রশিক্ষণ, ডিজিটাল টেস্ট ও তথ্যসংগ্রহ, সব ধরনের যোগাযোগ ও সমন্বয় সাধন করবে এ ডেস্ক। ইতোমধ্যে জাপান সেলের নিজস্ব ওয়েবসাইট (bd2japan.probashi.gov.bd) এবং ফেসবুক পেজ চালু করা হয়েছে। ওয়েবসাইট এবং ফেসবুকের মাধ্যমে কর্মসংস্থান সম্পর্কিত তথ্যাদি ও ভাষাগত দক্ষতা, ভিসা, কাজ, বেতন ও অন্যান্য সুবিধাদি সম্পর্কে তথ্য শেয়ার করা হচ্ছে। দুটি জাপানিজ ভাষা শিক্ষার অ্যাপস জাপান সেলের ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্টুডেন্টদের জন্য জাপানিজ লোনের ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জাপানি ভাষা দক্ষতা পরীক্ষার জন্য অতিরিক্ত পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে। গত ১৪ আগস্ট থেকে অনলাইনে জাপানিজ ভাষা প্রশিক্ষণের পরীক্ষামূলক কার্যক্রম চালু হয়েছে।