বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারে গণভোটই একমাত্র সমস্যার সমাধান হতে পারে। তিনি বলেন, সম্প্রতি জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোটই সমাধান। আমরা গণভোটের পক্ষে, আমাদের দাবির কথা আগে থেকেই বলে আসছি। যা ২০২৪ সালের ২৬ ডিসেম্বর বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতায় ‘সরকারের আস্থা যাচাইয়ে গণভোট সময়ের দাবি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। গতকাল রাজধানীর মালিবাগে বিএলডিপির কার্যালয়ে জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের সভায় তিনি এ কথা বলেন।
পরিষদের কেন্দ্রীয় নেতা শেখ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন প্রফেসর ড. আসলাম আল-মেহেদী, এস এম মোস্তাফিজুর রহমান (মোস্তাক সরকার), মেজর (অব.) আমিন আফসারী, অধ্যাপক ড. শামসুদ্দিন আহম্মেদ, মোহাম্মদ আবদুল আহাদ নূর, প্রফেসর এ আর খান, মিজানুর রহমান মিজু প্রমুখ।