রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে দ্বিতীয় দফায় প্রচারণা শুরু হয়েছে। এতে প্রথমদিন থেকেই সরব ছাত্রদল সমর্থিত প্যানেল। অনেকটা ঝিমিয়ে শিবিরসহ অধিকাংশ সতন্ত্রপ্রার্থী। এদিকে শর্তসাপেক্ষে শিক্ষক-কর্মকর্তারা আন্দোলন স্থগিত ও প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপের অভাবে নির্ধারিত দিনে ভোট নিয়ে শঙ্কা কাটছে না। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য ড. মাঈন উদ্দিন বলেন, সুষ্ঠু নির্বাচন ও দাবির বিষয়ে আমরা কাজ করছি। আশা করি, এরমধ্যে আর শাটডাউন হবে না।
খোঁজ নিয়ে জানা গেছে, ছুটির পর গত ৫ অক্টোবর থেকে দ্বিতীয় দফায় নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে। এতে শুরু থেকেই প্রচারণার মাঠে নেমেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। একাডেমিক ভবন থেকে হলপাড়া গোটা ক্যাম্পাস ছুটে বেড়াচ্ছেন তারা। ছুটির মধ্যেও অনলাইনে সরব ছিলেন এ প্যানেলের প্রার্থীরা। অভিনব ভিডিও গ্রাফিতি প্রকাশ করে প্রচারণার মাঠ ধরে রেখেছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের জিএস পদপ্রার্থী সালাউদ্দিন আম্মার। সর্বজনীন শিক্ষার্থী পরিষদ প্যানেলের ভিপি প্রার্থী তাসিন খান, রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী মারুফ ও গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদের ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের প্রচারণায় কিছুটা সরব দেখা গেছে। গত দুই দিনে ক্যাম্পাসে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীদের প্রচারণা ছিল অনেকটা ঝিমানো। ছাত্র ইউনিয়নের একাংশ সমর্থিত প্যানেলসহ সতন্ত্র অনেক প্রার্থীকে প্রচারণার মাঠে তেমন দেখা যায়নি। এরআগে, পূজার ছুটি ও চলমান শাটডাউনে আগেভাগেই ক্যাম্পাস ছাড়েন অধিকাংশ শিক্ষার্থী। এতে নির্বাচন পেছানোর দাবি তোলে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও বামজোটসহ কিছু সতন্ত্র প্রার্থী। বিরোধিতা করে শিবির। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। জরুরি সভায় ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ অক্টোবর ভোটের সিদ্ধান্ত নেয় কমিশন। ভোট বানচালের অভিযোগ তুলে এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিবির। এ ঘটনার পর থেকে প্রচারণার মাঠে অনেকটা ঝিমিয়ে শিবির। শিবির কী তাহলে এবার নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিল- এমন প্রশ্ন তুলেছেন অনেকে। এ ব্যাপারে শিবির-সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী ফাহিম রেজা বলেন, ছুটির মধ্যে হলগুলোতে অবস্থানরত কিছু শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি। ছুটির পর টুকটাক প্রচারণা চলছে। এখনো অনেকে ফেরেনি। আমাদের ভিপি প্রার্থী অসুস্থ। সব মিলে দ্রুতই জোরেসোরে প্রচারণা শুরু করব। আমরা আছি, থাকব।