দেশের বর্তমান মুখস্থনির্ভর ও বিভক্ত শিক্ষাব্যবস্থার কাঠামো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা। তারা শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কারের আহ্বান জানিয়ে বলেছেন, শিক্ষাকে জাতীয় উন্নয়ন, নৈতিকতা ও দক্ষ নেতৃত্ব গঠনের মূল ভিত্তি হিসেবে গড়ে তুলতে হবে। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল আলম মিলনায়তনে গতকাল পলিসি প্লেনাম আয়োজিত ‘জাতীয় সংলাপ : শিক্ষা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়ন’ শীর্ষক সম্মেলনে এসব মতামত তুলে ধরেন বক্তারা।
সংলাপে শিক্ষাবিদ ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমি বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থা জাতীয়, ইংরেজি ও মাদরাসা- এই তিন ধারায় বিভক্ত হওয়ায় শিক্ষার মূল লক্ষ্য ব্যাহত হচ্ছে। এ ব্যবস্থায় দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল নেতৃত্ব তৈরি সম্ভব নয়। তিনি চীন, ভারত ও জাপানের সফল শিক্ষা মডেলের অনুকরণে ‘বাংলাদেশ গ্লোবাল রিসার্চ নেটওয়ার্ক’ গঠনের প্রস্তাব দেন, যাতে প্রবাসী গবেষকদের জ্ঞান ও অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগানো যায়। সংলাপে পাঠ্যক্রম আধুনিকায়ন, মূল্যায়ন পদ্ধতির কার্যকারিতা ব"দ্ধি, প্রযুক্তি ও কারিগরি শিার সংযোগ ¯'াপন এবং শিক নিয়োগে কঠোর মানদন্ড নির্ধারণের দাবি জানানো হয়। মুক্তচিন্তা ও মতপ্রকাশের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
সাবেক কূটনীতিক সাকিব আলী বলেন, নৈতিক ও মানবিক মূল্যবোধ ছাড়া কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়। শিাকে রাজনীতির হাতিয়ার না করে মেধাবী তরুণদের রাজনীতিতে সম্প"ক্ত করার পরিবেশ তৈরি করতে হবে।
সংলাপে আরও বক্তব্য দেন ইলান্নুর ইনস্টিটিউটের পরিচালক লে. কর্নেল (অব.) মো. নুরুজ্জামান জি, এডুকেশনাল কনসালট্যান্ট মাহসিনা মমতাজ মারিয়া, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম ওয়ারেসুল করিম এবং সম্মিলিত নারী প্রয়াসের সাধারণ সম্পাদক ড. ফেরদৌস আরা খানম।
বক্তারা বলেন, শিাব্যব¯'ার সংস্কার এখন সময়ের দাবি। এ বিষয়ে দ্রুত উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম বিশ্ব প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে।