সিলেটের ব্যবসায়ী সমাজে বইছে নির্বাচনি আমেজ। প্রায় এক বছর পর আবারও ভোটে ফিরছে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত এ নির্বাচন, যা ঘিরে নগরীর ব্যবসায়িক অঙ্গন এখন জমজমাট প্রচারমুখর। প্যানেলভিত্তিক প্রার্থীদের পদচারণে জমে উঠেছে নগরীর প্রতিটি বাণিজ্যিক এলাকা।
এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল-সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও ব্যবসায়ী ফোরাম। সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃত্বে আছেন ফালাহ উদ্দিন আলী আহমদ, অপরদিকে ব্যবসায়ী ফোরামের নেতৃত্ব দিচ্ছেন এহতেশামুল হক চৌধুরী। দুই পক্ষই এখন প্রচারে ব্যস্ত। বিভিন্ন মার্কেট, বিপণিবিতান ও সংগঠনের কার্যালয়ে প্রতিদিনই অনুষ্ঠিত হচ্ছে প্যানেল পরিচিতি ও সভা।
চেম্বার সূত্রে জানা গেছে, নির্বাচনে ভোটার সংখ্যা ৩ হাজার ১৪০। অর্ডিনারি, অ্যাসোসিয়েট ও ট্রেড গ্রুপ-এই তিন ক্যাটাগরিতে ২৬টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪১ জন প্রার্থী। এরই মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ২২ অক্টোবর ঘোষণা করা হবে বৈধ প্রার্থীদের তালিকা। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচন বোর্ড ইতোমধ্যে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। ১ নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।
সদস্যদের অনেকেই মনে করছেন, অতীতের মতবিরোধ ও অচলাবস্থার অবসান ঘটিয়ে এবার একটি কার্যকর ও স্বচ্ছ নেতৃত্ব নির্বাচিত হবে।