পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের কোরাল মাছ। গতকাল সকালে সাগর মোহনায় ইলিশের জালে বিশাল মাছটি ধরা পড়ে। পরে কুয়াকাটা মৎস্য বাজারে নিলামের মাধ্যমে ২৫ হাজার ৬৫০ টাকায় বিক্রি করেন বলে জানান মুসল্লী ফিশের স্বত্বাধিকারী মো. মোস্তাফিজুর রহমান। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলেরা ২২ দিনের ইলিশ শিকারের নিষেধাজ্ঞা মেনে চলেছে।
এর ফলে এখন বড় মাছ ধরা পড়ছে। সামনের দিনগুলোতেও কোরাল, ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছের ভালো সরবরাহ থাকবে বলে আশা করছি।