রাজধানীর মোহাম্মদপুরে একটি গাড়ির গ্যারেজে ও মিরপুরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা হতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। গত শনিবার গভীর রাতে লাগা আগুনের সূত্রপাত বের করতে সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ছাড়াও ব্যক্তিগত শত্রুতায় এ ঘটনা ঘটানো হয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, রাত ১টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় সেবা অটোমোবাইল গ্যারেজে আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যারেজটির মালিক মো. জসিম নামে এক ব্যক্তি। গ্যারেজ সংশ্লিষ্টরা অভিযোগ করেন, একটি মোটরসাইকেলে তিন ব্যক্তি এসে গ্যারেজে থাকা পিকআপে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে ওই গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পাশে থাকা দুটি মাইক্রোবাসে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, আগুন লাগার কিছুক্ষণ পরই বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, গ্যারেজ মালিকের ব্যক্তিগত শত্রুতা অথবা নাশকতার উদ্দেশে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এখনো কাউকে শনাক্ত করা হয়নি। এদিকে মিরপুর-২ নম্বর এলাকায় ড্যাফোডিল ইউনিভার্সিটির একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার গভীর রাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি ইউনিভার্সিটিতে ভাড়ায় চলছিল। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, নাশকতার উদ্দেশে এ ঘটনা ঘটানো হয়েছে কি না সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়াও ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে শত্রুতা রয়েছে। তদন্ত শেষে আগুনের কারণ নিশ্চিত হওয়া যাবে।
ককটেল বিস্ফোরণ : মোহাম্মদপুরে অবস্থিত সেন্ট যোসেফ স্কুলের ভিতরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, শনিবার রাত ২টার পর স্কুলটির ভিতরে একটি ফাঁকা জায়গায় দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে ককটেল দুটি ছুড়ে পালিয়ে গেছে। স্কুল কর্তৃপক্ষ একটি জিডি করেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।