করোনাভাইরাস প্রতিরোধের চেষ্টায় বদ্ধপরিকর চীনসহ গোটা বিশ্ব। ইতোমধ্যে চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৫৬৩ জন। মৃতদের মধ্যে বেশিরভাগই হুবেই প্রদেশের বাসিন্দা।
করোনাভাইরাস প্রতিরোধের জন্য ইতোমধ্যেই অনেক ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে চীনা প্রশাসন। রাজধানী বেইজিংয়ে একসঙ্গে বহু মানুষকে খাবার খাওয়ার ব্যাপারেও 'না' করা হয়েছে। যেমন জন্মদিনের পার্টি, বিয়ের অনুষ্ঠান কিংবা হলঘরে একসঙ্গে বসে খাওয়া-দাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে বেইজিং। সকলে মিলে খাওয়া করলে দ্রুত করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এই নতুন নিয়ম চালু করা হয়েছে সমগ্র বেইজিংয়ে। ফলে বিশেষ অনুষ্ঠান বা ইভেন্টগুলো যে যে রেস্তোরাঁ বা ক্যাটারারদের বলা হয়েছিল, সেখানে সেইসব বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবারই নতুন নিয়ম মেনে স্থানীয় সব অনুষ্ঠানই বাতিল করা হয়েছে। শুধু অনুষ্ঠানের উপরই নয়, হলিডে সেলিব্রেশন বা গ্র্যাডুয়েশন পার্টিও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খাবার আদান-প্রদানেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই খাবার দেওয়া-নেওয়ার মধ্যে দিয়েও মারণ ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ