চীনে মহামারী আকার ধারণ করেছে প্রাণঘাতী করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা। শনিবার পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২২ জনে।
এ ব্যাপারে দেশটির স্বাস্থ্য বিভাগ বলছে, দেশজুড়ে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৫৪৬। এর মধ্যে হুবেই প্রদেশেই ২৫ হাজার আক্রান্ত রয়েছে।
চীন সরকার বলছে, এখনও ভাইরাসটির কোনো প্রতিষেধক তৈরি সম্ভব হয়নি। তবে ভাইরাস আক্রান্তদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।
উল্লেখ্য, ইতোমধ্যে চীনের বাইরে ২৫টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ