করোনাভাইরাস আতঙ্কে ভুগছে পুরো বিশ্ব। চীনে ছড়িয়ে পড়া এই প্রাণঘাতী ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১৩ জনে। এখন পর্যন্ত প্রতিষেধকবিহীন এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৮০০ জন। এর মধ্যে চীনের হুবেই প্রদেশে ২৭ হাজার আক্রান্ত হয়েছে। তারই জের ধরে এবার করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য আরেকটি হাসপাতাল তৈরি করল চীন। মাত্র ১২ দিনের ব্যবধানে দ্বিতীয় হাসপাতালটি তৈরি করা হয়েছে।
ভাইরাসের কেন্দ্রস্থল উহানের লেইশেনশান হাসপাতালটি এখন রোগীদের অপেক্ষায়। মাত্র কয়েকদিনের ব্যবধানে নির্মিত এ হাসপাতালটিতে মোট ১২টি ওয়ার্ড রয়েছে। আর শয্যা সংখ্যা দেড় হাজার। করোনাআক্রান্ত রোগীদের বিশেষভাবে চিকিৎসা সেবা দিতেই এ হাসপাতালটি তৈরি করা হয়েছে।
এর আগে ১০ দিনের ব্যবধানে গত ২ ফেব্রুয়ারি উহানের মেয়র জহু জিনওয়াং হিউশেনশান নামের প্রথম হাসপাতালটি তৈরি করা হয়। এরপর হাসপাতালটি দেশটির সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। যা এখন রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। হাসপাতালে শয্যা সংখ্যা এক হাজার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ