করোনাভাইরাসে চীনের পর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা এখন সিঙ্গাপুরে। আজ নতুন করে আরও সাতজন আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ফলে সেখানে করোনাভাইরাস আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। খবর চ্যানেল নিউজ এশিয়া'র।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নতুন আক্রান্তদের মধ্যে পাঁচজনই আগে আক্রান্তদের সঙ্গে সম্পর্কিত। তবে তারা কেউই সম্প্রতি চীন সফর করেননি। ভাইরাস আক্রান্তদের মধ্যে দু’জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বাকি ৩৮ জনের মধ্যে বেশিরভাগেরই অবস্থা স্থিতিশীল। চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, একজনকে অক্সিজেন দেয়া হচ্ছে।
বিশ্বের ২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত প্রতিষেধকবিহীন এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। চীনে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮১৩ জনে।
বিডি প্রতিদিন/হিমেল