রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি হওয়া চীন ফেরত শিক্ষার্থী তাসদীদ হোসেনের শরীরে প্রাথমিকভাবে করোনাভাইরাসের আলামত পাওয়া যায়নি। ১২ সদস্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও মেডিসি বিভাগের প্রধান অধ্যক্ষ দেবন্দ্রনাত সরকার রবিবার সকালে সাংবাদিকদের এ তথ্য জানান।
এসময় তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার শরীরে কোন ভাইরাস নেই। ঢাকা থেকে রিপোর্ট আসলে ফাইনালি বলা যাবে ভাইরাস আছে কী না। আরও দুই দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে।
এর আগে শনিবার রাতে ঢাকার মহামারী রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইন্সটিটিউটের (আইইডিসিআর) থেকে ২ সদস্যের প্রতিনিধি দল করোনাভাইরাস পরীক্ষার জন্য চীন ফেরত শিক্ষার্থীর রক্ত, শরীরের ঘাম ও লালা সংগ্রহ করে ঢাকায় নিয়ে যান।
শনিবার দুপুরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন চীন ফেরত শিক্ষার্থী তাসদীদ। হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত এ রোগীর সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন গণমাধ্যম কর্মীসহ চিকিৎসকদের মাঝে তোলপাড় শুরু হয়। রোগ নির্ণয়ে চিকিৎসকরা দফায় দফায় বোর্ড সভা করেন।
বিডি প্রতিদিন/হিমেল